দীপ্তায়ন ঘোষ, মিত্রাভো গুহ ও নীলাশ সাহা ভারতের হয়ে বিশ্ব রেলওয়ে ২০২৫ চ্যাম্পিয়ন

by সাহিদ আহমেদ - 29/10/2025

ভারতীয় দল অপরাজিত থেকে নিখুঁত ১৫পয়েন্ট করে বিশ্ব রেলওয়ে USIC ২০২৫ চ্যাম্পিয়ন হন। সকলের থেকে দুই পয়েন্ট এগিয়ে শেষ করেন। জার্মানি ও সুইটজেরল্যান্ড এই দুটি দলই ১৩ পয়েন্ট করেন। তাঁরা দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে। ভারতীয় দলে যাঁরা ছিলেন - GM দীপ্তায়ন ঘোষ, IM হিমল গোসাঁই, GM মিত্রাভো গুহ, IM নীলাশ সাহা, GM প শ্যাম নিখিল, GM বিশাখ ন র ও ট জ সুরেশকুমার (কোচ). ভারত সুইটজেরল্যান্ড, অস্ট্রিয়া ও বালগেরিয়া এই তিনটি দলের প্রত্যেককে ৬-০ পরাজিত করেন। বাকি দুটি জয় হল জার্মানি ৫.৫-০.৫ ও চেক প্রজাতন্ত্রের ১-৫ বিরুদ্ধে। মিত্রাভো, হিমল ও নীলাশ ১০০% পয়েন্ট পাঁচে পাঁচ করেন। দীপ্তায়ন, বিশাখ ও শ্যাম মূল্যবান ৪.৫ পয়েন্ট করেন প্রত্যেকে। সব ভারতীয় খেলোয়াড়রাই ভারতীয় রেলওয়ের অন্তর্ভুক্ত।

একক শাসন

প্রথম - ভারত ১৫/১৫

বাম থেকে ডানদিক: IM হিমল গোঁসাই, IM নীলাশ সাহা, GM দীপ্তায়ন ঘোষ, GM বিশাখ ন র, GM প শ্যাম নিখিল, ট জ সুরেশ কুমার ও GM মিত্রাভো গুহ।

রাউন্ড ১: ভারত - সুইটজেরল্যান্ড: ৬-০

রাউন্ড ২: অস্ট্রিয়া - ভারত: ০-৬

রাউন্ড ৩: ভারত - জার্মানি: ৫.৫-০.৫

রাউন্ড ৪: চেক প্রজাতন্ত্র - ভারত: ১-৫

রাউন্ড ৫: ভারত - বালগেরিয়া: ৬-০

সব অংশগ্রহণকারী দল | ছবি: USIC-স্পোর্টস

খেলার কিছু মুহূর্ত কুইবেরন, ফ্রান্স | ছবি: USIC-স্পোর্টস

মোট ৭৪ জন খেলোয়াড় চারজন GM ও দুইজন IM সহ বিশ্বের ১১টি দেশ থেকে অংশগ্রহণ করেছেন। এই চারদিন ব্যাপী পাঁচ রাউন্ডের টুর্নামেন্টটি আর মার্চ'দু গ্রাম, কুইবেরন, ফ্রান্স অনুষ্ঠিত হয়েছিল ৭ই থেকে ৯ই অক্টোবর ২০২৫।

ফলাফল

বিস্তারিত

যোগসূত্র

USIC-স্পোর্টস দাবা

টুর্নামেন্ট তথ্য



Contact Us