দীপ্তায়ন ঘোষ, মিত্রাভো গুহ ও নীলাশ সাহা ভারতের হয়ে বিশ্ব রেলওয়ে ২০২৫ চ্যাম্পিয়ন
29/10/2025 - ভারতীয় দল অপরাজিত থেকে নিখুঁত ১৫পয়েন্ট করে বিশ্ব রেলওয়ে USIC ২০২৫ চ্যাম্পিয়ন হন। সকলের থেকে দুই পয়েন্ট এগিয়ে শেষ করেন। জার্মানি ও সুইটজেরল্যান্ড এই দুটি দলই ১৩ পয়েন্ট করেন। তাঁরা দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে। ভারতীয় দলে যাঁরা ছিলেন - GM দীপ্তায়ন ঘোষ, IM হিমল গোসাঁই, GM মিত্রাভো গুহ, IM নীলাশ সাহা, GM প শ্যাম নিখিল, GM বিশাখ ন র ও ট জ সুরেশকুমার (কোচ). ভারত সুইটজেরল্যান্ড, অস্ট্রিয়া ও বালগেরিয়া এই তিনটি দলের প্রত্যেককে ৬-০ পরাজিত করেন। বাকি দুটি জয় হল জার্মানি ৫.৫-০.৫ ও চেক প্রজাতন্ত্রের ১-৫ বিরুদ্ধে। মিত্রাভো, হিমল ও নীলাশ ১০০% পয়েন্ট পাঁচে পাঁচ করেন। দীপ্তায়ন, বিশাখ ও শ্যাম মূল্যবান ৪.৫ পয়েন্ট করেন প্রত্যেকে। সব ভারতীয় খেলোয়াড়রাই ভারতীয় রেলওয়ের অন্তর্ভুক্ত।

