সর্বার্থো মানি বিশ্ব কাপ ২০২৫ অনুর্ধ-১০ চ্যাম্পিয়ন, ঐশিক মন্ডল দ্বিতীয়

ভারত থেকে তিনজন স্বর্ণ পদক পান বিশ্ব কাপ ২০২৫ এ। এঁরা হলেন - সর্বার্থো মানি, WCM ডিভি বিজেশ এবং WCM প্রতীতী বরদলৈ অনুর্ধ-১০ ওপেন, অনুর্ধ-১০ বালিকা এবং অনুর্ধ-১২ বালিকা বিভাগে। সর্বার্থো দ্বিতীয় স্তরের প্রতিপক্ষ ছিলেন স্বদেশবাসী ঐশিক। দুজনেই আবার পশ্চিমবঙ্গ রাজ্যের। প্রথম দুটি ক্লাসিকাল খেলা ড্র হওয়ার পর, সর্বার্থো দুটি রাপিড টাই-ব্রেক খেলা জিতে চ্যাম্পিয়ন হলেন। ঐশিক দ্বিতীয় স্থান অধিকার করেন। ভারতীয় শিশুদের পাঁচটি পদক পাওয়া নিশ্চিত ছিল এবং তাঁদের সর্বোচ্চ আটটি পদক পাওয়ার সুযোগ ছিল। তার মধ্যে থেকে তাঁরা মোট সাতটি পদক পান। ইহা একটি অনবদ্য প্রদর্শন। ছবি: জর্জিয়া দাবা ফেডারেশন